
ব্রাহ্মণবাড়িয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা- লুটপাট।
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা-লুটপাটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ৯ টায়, বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউপির ভিটিদিউদপুর গ্ৰামের আব্দুস ছাত্তার খাদেম এর বাড়িতে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, সন্ধ্যার পর পাড়ার দোকানে বসে খানকায় ইফতারের আয়োজনকে কেন্দ্র করে খাদেম বাড়ির জামাল খাদেম এর ছেলে সাথে পার্শ্ববর্তী বাড়ির আলকাছ মিয়ার ছেলের সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে পাড়ার মুরুব্বিরা তা মিটিয়ে দেয়। পরবর্তীতে আলকাছের বাড়ির লোকজন রাত ৯ টায় তিনটা সিএনজি যুগে ১৫-১৬ জন লোক একসাথে খাদেম বাড়িতে শিশু,নারী, পুরুষ সকলের উপর অতর্কিত হামলা চালায়, এতে উভয় পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হয় আহতরা হলেন, হামলা কারীদের ৩ টি সিএনজির মধ্যে একটি সিএনজি কে গ্রামবাসী আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঐ সিএনজি টিকে জব্দ করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। বর্তমানে ওই সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে। খাদিম বাড়ির আহতরা হলেন
জোহরা খাতুন(৭০), স্বামী- আ: সাত্তার, ইমান উদ্দিন (৩০), পিতা- আ: সাত্তার, আসাদুল ইসলাম(১৮), পিতা- জামাল উদ্দিন, জসিম উদ্দিন(৪০), পিতা: আ: সাত্তার, জামাল উদ্দিন(৪৮), পিতা- আ: সাত্তার, সলিম উদ্দিন(৩০), পিতা- আ: সাত্তার, রিনা খাতুন(৩৫)- স্বামী- জসিম উদ্দিন, মনোয়ারা খাতুন (৪৫)- স্বামী- জামাল উদ্দিন, মাইন উদ্দিন(৩৫),পিতা- আ: সাত্তার, এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় ।
এ বিষয়ে আলকাছের পরিবারের লোকদের কাছ থেকে জানতে চাইলে বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানায় ।
এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী ঘটনা নিশ্চিত করে জানান খবর পেয়ে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তাগন সেইখানে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদেরকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন। খাদেম বাড়ির লোকজনকে মামলা সংক্রান্ত বিষয়ের কথা জিজ্ঞেস করলে তারা বলেন খুব শীঘ্রই মামলা করা হবে এবং হামলাকারীদেরকে আইনের আওতায় আনা হবে।